করোনা ভাইরাস প্রতিরোধে গণসমাবেশ এর নিষেধাজ্ঞা অমান্য করে শেরপুরের নালিতাবাড়ীর নয়ানিকান্দাস্থ গরু ছাগলের হাট বসায় জড়িমানা করেছে উপজেলা প্রশাসন।
পরে ভ্রাম্যমান আদালতে ১০হাজার টাকা জরিমানা করেছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
নালিতাবাড়ী পৌরসভা নয়ানিকান্দাস্থ গরু ছাগলের হাট ইজারাদার রফিকুল ইসলাম (ইজা) ৩১ মার্চ মঙ্গলবার সাপ্তাহিক হাট থাকায় ঐ হাট বসান।
ছবিক্যাপশন – নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে জনিমানা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।