মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও বাউশিয়া ইউনিয়নে গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য বিতরণের উদ্যোগ নিয়েছেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাজমুল হোসেন। তিনি জানান, তিন দিনে ইউনিয়নটির বিভিন্ন গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর অংশ হিসেবে আজ সকালে সাড়ে ৬’শ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আলু, ১কেজি করে আটা ও ডাল, এক প্যাকেজ করে লবণ বিতরণ করেন তিনি।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মোসলেম উদ্দিন বেপারী, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুল হুদা খান মাখন, ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দিলা।
এদিকে দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আল আমিন দেওয়ানের উদ্যোগে বাউশিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩'শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন মাষ্টার প্রমূখ।