পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা উপজেলার ৫টি ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে অসহায় মানুষের খোঁজখবর, হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ ও সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ, সামাজিক দূরত্ব বজায়সহ দিনমজুর, মুচি, নরসুন্দর, হোটেলের কর্মচারী, রিক্সাচালকদের খুঁজে বের করে সরকারী ও বিভিন্ন পর্যায় থেকে আসা ত্রাণ পৌঁছে দিচ্ছেন। ত্রাণ বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থাকেন।