পিরোজপুরের নাজিরপুরে জেলা পরিষদের চেয়ারম্যানের নিজ^ উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন মহারাজ। বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমান, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার মনিরুজ্জামান আতিয়ার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. সুলতান মাহামুদ খান, তিমির হালদার তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু সহ উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানরা। উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটারাইজ, সাবান ও সচেতনতামূল লিফলেট প্রদান করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান জানান, চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে পর্যাক্রমে ২০ হাজার মাস্ক, ১৬ হাজার হ্যান্ড গ্লোভস, ৭ হাজার হ্যান্ড ওয়াস, ৭ হাজার হ্যান্ড স্যানিটারাইজ, ৫ হাজার সাবান ও ২০ হাজার সচেতনতামূল লিফলেট প্রদান করা হবে।