চৈত্র মাসের দুই ভাগ চলে গেছে। দিনে প্রচন্ড গরম পড়লেও রাতে পৌষ মাসের মত ঠান্ডা পড়ে। পাড়ায় পাড়ায় শীতের কম্বল,কাথা উঠিয়ে রাখলেও আবার বাহির করতে বাধ্য হয়েছে। দিনে গরম ও রাতের ঠান্ডার কারণে কুড়িগ্রামের রাজিবপুরে প্রতিটি ঘরে রয়েছে জ¦র,ঠান্ডা ও গলা ব্যথার রোগী। অনেকের জ¦র,সর্দির সাথে রয়েছে খুসখুসি কাশি। বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আতংক। ফলে অনেকেই সন্দেহ করে সার্টিফিকেট ধারী ডাক্তারের নিকট না গিয়ে পল্লী চিকিৎসকদের দিয়ে সেবা নিচ্ছেন। ভয়, যদি করোনা ভাইরাসের জীবানু থাকে। হোম কোয়ারেন্টিনে থাকার ভয়ে রোগীরা রেজিষ্টার্ড ডাক্তারের নিকটে যাচ্ছেনা বললেই চলে। তাছাড়া রেজিষ্টার্ড ডাক্তারের নিকট যাওয়া টাও এত সহজ নয়। জ¦রের রোগী দেখেই ডাক্তারগণ রোগীকে ছুঁতেই চায়না বলেও অনেক রোগীর অভিযোগ। তবে রোগীদের অভিযোগের কথা অস্বীকার করে একজন ডাক্তার বললেন,সাধারন সর্দি-জ¦রের রোগীদের আমরা চিকিৎসা দিচ্ছি। তবে অধিকাংশ জটিল রোগীদের আমরা মোবাইলের হেল্প লাইনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছি।এ সময়ে এত সর্দি-কাশির রোগী কেন? এ বিষয়ে জানতে চাইলে ইমারজেন্সির ডাক্তার কুদ্দুস সিজন পরিবর্তনের কারণে ফ্লু হয়। আর ফ্লু থেকে সর্দি-কাশি ও গলা ব্যথা হতে পারে। তবে সর্দি -কাশি হলেই করোনা নাও হতে পারে। বৃহস্পতিবার এ ব্যাপারে চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন জানান,এ সময় সর্দি-কাশি একটু বেশি হয়ে থাকে। চারিদিকে ধুলিবালি ছড়িয়ে-ছিটিয়ে এর ব্যাপকতা বুদ্ধি পাচ্ছে। এজন্য সকলকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। চর রাজিবপুরে এখনও করোনা ভাইরাসের কোন ভ্যাকসিন আসেনি। তবে ২/১ দিনের মধ্যে চলে আসবে।