করোনা ভাইরাসের কারণে জরুরি খাদ্য সঙ্কট মোকাবেলায় ময়মনসিংহ জেলা পুলিশ কর্মকর্তাদের বৈশাখী ভাতার অর্থে পাঁচ শতাধিক বেদে সম্প্রদায় ও হতদরিদ্রকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে নগরীরর বিপিন পার্কে খাদ্য সামগ্রী তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশীদ ও পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, ওসি ডিবি শাহ কামাল আকন্দ ও কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরআগে নগরীর শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র ব্রীজের পূর্বপ্রান্তে ভাসমান বেদে সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবনসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এদিকে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাশনের পক্ষ থেকেও বৈশাখী ভাতা অর্থে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।