করোনা ভাইরাসের ভয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫৮ নম্বর ওয়ার্ডের পুরানা আলী বহর (উজালা ম্যাচ ফ্যাক্টুরী গেট) এলাকার ঘরবন্দি দিনমজুর হতদরিদ্র পরিবারে বিরাজ করছে খাদ্য সংকট। কাজ-কাম করতে না পেরে তারা পড়েছেন বিপাকে। এ বিপদে তাদের পাশে নেই স্থানীয় এমপি ও কাউন্সিলর’রা। স্থানীয় ২/৩ জন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি তাদের পাশে সহায়তা করতে দেখা গেছে। তবে চাহিদার তুলনায় নগন্য।
খোঁজ নিয়ে জানা যায়, পুরানা আলী বহর (উজালা ম্যাচ ফ্যাক্টুরী গেট) এলাকায় প্রায় ৭’শ দিনমজুর হত দরিদ্র অসহায় পরিবার রয়েছে। করোনা ভাইরাসের ভয়ে তারা এখন ঘরবন্দি। তারা বলছে আমরা কেউ রিকসা চালিয়ে, কেউ বাসায় কাজ করে,আবার কেউ নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন পেশায় দিন মজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করি। আমাদের পরিবারে ৪/৬ জন সদস্য রয়েছে। আমাদের পরিবারে দৈনিক খাবার, সাথে রয়েছে ঔষধ,বাড়ি ভাড়াসহ নানান খরচ। কয়েকদিন কাজ কাম করতে না পেরে ঘরে এখন খাবার সংকট দেখা দিয়েছে। স্ত্রী সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। কিন্তু এ বিপদে আমাদের পাশে নেই স্থানীয় এমপি ও কাউন্সিলরগণ।
উজালা ম্যাচ ফ্যাক্টুরী গেট এর সাব্বির মিয়ার বাড়িতে প্রায় ৫০জন দিন মজুর রয়েছে। তাদের অধিকাংশই রিকসা চালক। তাদের অনেকের স্ত্রী বাসায় কাজ করেন। ওই বাড়ির ভাড়াটিয়া হেনা বেগম বলেন, আমি বাসায় কাজ করি। করোনা ভাইরাসের কারণে আমাকে বাসায় কাজ করতে যেতে নিষেধ করেছে। আজ কয়েকদিন যাবৎ ছেলে-মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। একই বাড়ির ভাড়াটিয়া আলেহা, আয়েশাসহ ওই বাড়ির ভাড়াটয়ারা একই কথা বললেন।
ওই বাড়ির ভাড়াটিয়া রানা বললেন, আমি রিকসা চালাই। পুলিশের ভয়ে ঘর থেকেও বের হয়নি। বৃহস্পতিবার উপায়ান্তর না পেয়ে রিকসা নিয়ে বের হওয়ার পর পুলিশ গাড়িসহ আমাকে ৪ ঘন্টা আটকে রেখেছে। আর ঘর থেকে বের হবনা বলে পুলিশের কাছ তেকে ছাড়া পেয়েছি।
আলীবহর এলাকার একাধিক বাসিন্দা জানান, নিন্ম আয়ের পরিবারে এখন খাদ্যের হাহাকার দেখা দিয়েছে। তারা দিন আনে দিন খায়। তাদের এ পর্যন্ত সরকারী সহায়তা দেয়া হয়নি। তবে স্থানীয় ব্যবসায়ী সফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা রাসেল ইকবাল ও যুবলীগ নেতা ফরিদ তাদেরকে চাল, ডাল, তৈল, আলু, লবন দিয়ে সহায়তা করেছেন। তবে চাহিদার তুলনায় একবারেই কম। যেখানে এ এলাকায় ৭’শ পরিবার রয়েছে। সেখানে ১ থেকে দেড়শ লোকজনকে যৎসামান্য খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ এলাকায় জরুরী ভিত্তিতে খাদ্য সহায়তা দিতে দাবী জানাচ্ছে।