পঞ্চগড়ের বোদায় করোনা ভাইরাস প্রতিরোধে বন্ধ থাকায় এসএবি ও নীড় ইট ভাটার চারশত শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইট ভাটার মালিক আলহাজ্ব খাদেমুল ইসলাম। বুধবার বিকেলে ২টি ইট ভাঁটা চত্বরে পৃথক পৃথক ভাবে করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে শ্রমিকদের পরামর্শ প্রদান সহ তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইট ভাটার মালিক খাদেমুল ইসলাম এর সভাপতিত্বে এবং ইট ভাটার ম্যানেজার নবাব কাজীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, পৌর মেয়র এ্যাড ওয়াহিদুজ্জামান সুজা, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাজেদুল ইসলাম বকুল, এসএএ জুট মিলের এমডি আহনাফ সাফিউল বারী প্রমুখ।