গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি’র অভিভাবক প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্'র সুযোগ্য উত্তরসুরী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের পক্ষে উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ গত কয়েক দিন যাবত কাপাসিয়া সদরের বিভিন্ন স্থানে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র ও জীবাণুননাশক সামগ্রী বিতরণ করেছে।
"সবাই নিজে সচেতন হই, অপরকে সচেতন করে তুলি'' এই শ্লোগান'কে সামনে রেখে উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা মাহবুব মোর্শেদ প্রতীকের নেতৃত্বে ৩১ মার্চ মঙ্গলবার দিনব্যাপী কাপাসিয়া বাজার, উপজেলা চত্বর, জেলেপাড়া, ৩ নং সদর ওয়ার্ড ও পার্শ্ববর্তী জুনিয়া গ্রামের জনসাধারণের মাঝে করোনাভাইরাস থেকে সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট, পোস্টার, মাস্ক, সাবান, ডেটল, সেভলন, হোম মেইড হ্যান্ড স্যানিটাইজার, ব্লিচিংপাউডার, ডিটারজেন্ট বিতরণ করা হয়। এছাড়া উপজেলা গেইট সংলগ্ন এবং সাফাইশ্রীস্থ জামতলার বায়তুন নূর জামে মসজিদের সামনে একটি হাত ধোয়ার পানির ট্যাঙ্ক স্থাপন করা হয়।