গাজীপুরের কাপাসিয়া সদরের রায়নন্দা সবুজ সংঘ কল্যাণ সংস্থার উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণে আতংকগ্রস্থ নিম্নআয়ের লোকজনের মাঝে খাবার ও জীবাণুনাশক বিতরণ করা হয়েছে।
কাপাসিয়া সদর ইউনিয়নের রায়নন্দা গ্রামের লোকজনকে সুরক্ষায় করোনাভাইরাস প্রতিরোধে এলাকার প্রবাসী ও বিত্তবানদের সহায়তায় ওই সংগঠনের কর্মীরা গত দুইদিন যাবত এলাকার ঘরে ঘরে খাবার এবং জীবাণুননাশক পৌঁছে দিয়েছেন।
রায়নন্দা সবুজ সংঘ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে রায়নন্দা গ্রামের ৬৪ টি নিম্নআয়ের পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি লবন, আধা কেজি পেঁয়াজ ও আধা কেজি তেল বিতরণ করা হয়েছে। এছাড়া প্রত্যেক পরিবারকে জীবাণুনাশক বিভিন্ন সামগ্রীও দেয়া হয়েছে।
সংগঠনটি এলাকার লোকজনকে সামর্থ্যানুযায়ী এ কার্যক্রমে সহায়তা করার জন্য উদাত্ত আহবান জানান। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভাপতি আরিফ হোসাইন জানান। উল্লেখ, বিভিন্ন সময়ে রায়নন্দা সবুজ সংঘ এলাকার হত-দরিদ্র ও নিম্নআয়ের লোকজনকে নানাভাবে সহায়তা করে আসছে।