গাজীপুরের কাপাসিয়া উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় 'মানবিক সহায়তা' তহবিল গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের কাছে ১০ হাজার টাকা অনুদান হিসাবে প্রদান করেন কাপাসিয়া ট্যুরিস্ট এসোসিয়েশন।
১ এপ্রিল বুধবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খানের দপ্তরে আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে অনুদানের টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ ইসমত আরা, কাপাসিয়া ট্যুরিস্ট এসোসিয়েশনের সভাপতি ও শিক্ষক নেতা মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নূরুল আমীন সিকদার, স্কাউট লিডার আওলাদ হোসেন চৌধুরী নয়ন, মোঃ আবদুছ সাদেক, ডাঃ এমদাদুল হক, কামাল হোসেন, এইচডি কাউসার, সাংবাদিক আকরাম হোসাইন হিরণ, মোঃ ফিরোজ মিয়া প্রমুখ।
তাছাড়া সংগঠনের উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলার বিভিন্ন স্থানে মসজিদে সাবান ও জীবাণুনাশক বিতরণ করেন।