কসবা উপজেলার কুটি ইউনিয়নের ৭০০ বরিবারকে চাউল ও আলু দিলেন সমাজকর্মী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও আইয়ুব মাফিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী ভুইয়া। গতকাল বুধবার (১ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ত্রাণ বিতরণ কার্যক্রম। কুটি ইউনিয়নের প্রায় সবক’টি গ্রামে শ্রমজীবী ও দরিদ্র প্রতিটি পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করেন। ওই দিন সকালে কালামুড়িয়া গ্রাম থেকে এ বিতরণ কাজ শুরু করে। পরে রানিয়ারা, মাইজখার, বিষ্ণপুর, ডাবুরঘর, নোয়াগাও, দক্ষিণখার, শান্তীপুর, তারানগর, বাইসার, লেশিয়ারা, লেশিয়ারা দক্ষিণ, পুরাপুকুরপাড়, গঙ্গাহাটি, শ্মশানঘাট, মানিকনগর, শান্তিনগর, ভৈরবনগর, নোয়াহাটি, শরৎনগর এবং নিজ গ্রাম আইয়ুব নগরে বিতরণ কাজ শেষ করেন।
আইয়ুব আলী ভুইয়া বলেন, আইয়ুব মাফিয়া ওয়েল ফেয়ারের তহবিল থেকে এর ত্রাণ বিতরণ করা হয।