ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১টায় ফকিরহাট ডাকবাংলা মোড়, সদর বাজার ও ফলতিতা মৎস্য আড়ত এলাকায় করোনা প্রতিরোধে মাইকিং করে ব্যপক প্রচার প্রচারন করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম প্রমূখ। প্রচার কালে সকলকে সামাজিক দুরত্ব বজাই রাখার কথা সহ বার বার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলার পরামর্শ দেন। এছাড়াও বাইরে বের হলে মাক্স পরার কতা বলেন এবং অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেন।