তিনি এমপি মন্ত্রী বা কোন জনপ্রতিনিধি নন। কোন মিল ফ্যাক্টরির মালিকও নন। সরাইল উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ি শফিকুল ইসলাম সেলু। মানব সেবায় স্বেচ্ছায় এগিয়ে এসেছেন তিনি। সরাইলে লকডাউনে থাকা কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন তিনি তিন শতাধিক পরিবারের হাতে তুলে দিয়েছেন কয়েক দিনের খাবার। তাঁর বিতরণের কৌশলে ছিল ভিন্নতা। তিনি গত দুই পূর্ব থেকেই ব্যাগের মাধ্যমে প্যাক করে খাবার সামগ্রি বিতরণ করেছেন। মধ্যবিত্ত পরিবার যারা লজ্জায় বলতে ও পারছিলেন না। সামনে ও আসতে পারছিলেন না। শফিকুল ইসলাম অত্যন্ত গোপনীয় ভাবে ওই সব পরিবারের একটি তালিকা করেছেন। নীরবে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন প্যাকেট। তিনি প্রথম দিন ১০ কেজি করে চাল দিয়েছেন ২০০ পরিবারকে। আর শেষ দিন শতাধিক পরিবারের প্রত্যেকের হাতে তুলে দিয়েছেন ৫ কেজি চাল, ২কেজি আলু, ১ কেজি তেল ও আধা কেজি মশুরি ডালের প্যাকেট। শফিকুল ইসলাম সেলু বলেন, আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। সেই সাথে সমাজের সকল বিত্তবানদের অনুরোধ করব যাদের সুযোগ আছে দয়া করে এই দূর্যোগের সময় গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান।