করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকায় গ্রাম এলাকায় অনেক পরিবার চরম কষ্টে পড়েছে।। শ্রমহীন অনেক পরিবারের শিশুরা মাঝে মধ্যে অভুক্ত থাকছে। এগিয়ে এসেছে ফেসবুক সংগঠন ‘গরীবের বন্ধু’। এ সংগঠনটি উপজেলার অরূয়াইলে সংবাদ কর্মী মো. মনসুর আলীর নেতৃত্বে স্থানীয় যুবকরা গড়ে তুলেছেন। তারা মানুষকে নানা ধরণের সহায়তা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। লকডাউনের কারণে শ্রমহীন হয়ে পড়া অনেক পরিবার অতিকষ্টে দিন যাপন করছে। এ সংগঠনের সদস্যরা ঘুরে ঘুরে তালিকা করে শতাধিক পরিবারের হাতে তুলে দেন খাবারের প্যাকেট। একটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল ও ১টি সাবান। আবার ওই পরিবার গুলোর শতাধিক শিশুকে এক বেলার খাবারও পরিবেশন করেন তারা। মো. মনসুর আলী বলেন, দূর্যোগ কালীন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দ লাগছে। করোনা ভাইরাসের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত আমরা মানুষের কল্যাণে কাজ করে যাব।