নোয়াখালীর কোম্পানীগঞ্জে আড়াই লক্ষ টাকার অনুদান দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক নাজমুল হক নাজিম। তিনি জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে আছেন। এই নাজমুল হক নাজিম প্রায় সময় সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের পাশে আছেন। এবারও করোনা ভাইরাসের কারণে তার নিজ উপজেলার গরীব মানুষেরা যাতে ওই অনুদানের টাকা পায়; সেই উদ্যোগ তিনি যথাযথভাবেই নিয়েছেন। বর্তমানে ঢাকায় থাকলেও তিনি সার্বক্ষণিক এলাকার মানুষের খোঁজ-খবর রাখছেন। এই আড়াই লক্ষ টাকার অনুদানের মধ্যে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নিকট ২লক্ষ এবং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরনবী চৌধুরীর নিকট ৫০ হাজার টাকা পাঠানো হয়। উপর্যুক্ত দুই বিশিষ্ট ব্যক্তির মাধ্যমে এই টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নাজমুল হক নাজিম এভাবে উপজেলার অন্যান্য ব্যবসায়ী এবং শিল্পপতিদের আত্মমানবতার সেবায় এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।