ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি শাওন হাওলাদার ও যুগ্ম সম্পাদক আরিফুর রহমানকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে। মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ শাওন হাওলাদারে ফুফু বাড়ী মোড়েলঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া থেকে ইন্দুরকানী বাড়ীতে ফিরছিলেন। মোড়েলগঞ্জ এলাকা থেকে ইন্দুরকানী উপজেলার ভবানিপুর এলাকায় পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী রাসেল ও তার সহযোগী চরহোগলাবুনিয়া গ্রামের মিজান, শরিফুল সহ চারজন সহযোগীরা দাও ও চাপাতি নিয়ে হত্যার উদেশ্যে মোটরসাইকেলে থাকা ছাত্রলীগ নেতা শাওন, আরিফ ও মিজানুর রহমানের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। তাদের কোপে উপজেলা ছাত্রলীগের সহ-সভপতি শাওন হাওলাদার, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান গুরুতর আহত হয় এবং ছাত্রলীগ নেতা মিজানুর ও হামলার শিকার হয়। করোনা ভাইরাসের কারণে তাদেরকে জরুরী ভাবে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী রাসেলের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানার আলেচিত মোকলেস হত্যা মামলা সহ সাত টি মামলা রয়েছে। রাসেল চর হোগলাবুনিয়া গ্রামের শরিফুর ও মিজানের আশ্রয়ে আত্মগোপনে থাকছে বলে এলাবাসী জানিয়েছে।
আহত ছাত্রলীগ নেতা শাওন জানান, সন্ত্রাসী রাসেল মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর (গোপের বাজারে) এলাকার আঃ বারেকের কাছে ৫ লক্ষ টাকা ও সুমন দোকানদারের কাছে চাঁদা দাবী করে আমরা চাঁদা দিতে নিষেধ করায় আমি ও আমার সাথে থাকা ছাত্রলীগ নেতা আরিফকে কুপিয়ে আহত করে।
ইন্দুরকানী থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, বহিরাগত সন্ত্রাসীর হামলায় ছাত্রলীগ নেতারা আহত হয়েছে বলে শুনেছি। কিন্তু তারা থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।