নওগাঁর রাণীনগরে দিতীয় শ্রেনীর এক শিশু কন্যা (৭) কে যৌন নিপীরনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে রাণীনগর থানায় এই মামলা দায়ের করা হয়।
শিশুর বাবা জানিয়েছেন, উপজেলার ভেটি গ্রামের আক্কাস আলীর ছেলে আবদুল আলীম (৩৫) আবাদপুকুর বাজারে মুদি দোকান করে। ওই দোকানে তার শিশু মেয়েকে একলা ডেকে মাঝে মধ্যেই আদর করার ছলে যৌন নিপীরন করতো। এরই ধারাবাহিকতায় ২৯ মার্চ দুপুরে মেয়েকে দোকানে একলা ডেকে নিয়ে যৌন নিপীরন করে। পরের দিন সন্ধ্যায় মেয়েকে আবারো বাসার ছাদে ডেকে নিয়ে যৌন নিপীরন করলে মেয়ে কান্না-কাটি করে তার মা’কে বলে দেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,শিশুকে যৌন নিপীরনের অভিযোগে শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি আবদুল আলীম পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।