সারাবিশ্বে দেখা দিয়েছে করোনা ভাইরাসের মহামারী। এ কারণে বিশ্বেজুড়ে কোথাও ঘোষণা দিয়ে এবং কোনো কোনো দেশে অঘোষিতভাবেই চলছে লকডাউন। এর ফলে স্থবির হয়ে রয়েছে অর্থনৈতিক কার্যক্রম। ইতোমধ্যেই স্থবিরতার খারপ প্রভাব দেখা দিয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি কবে হবে তা কেউ বলতে পারছে না। তবে এটি যখনই শেষ হোক না কেন, বিশ^ অর্থনীতিতে যে চরম মন্দাভাব সৃষ্টি করে যাবে সে বিষয়ে কারও দ্বিমত নেই। তাই আসন্ন ব্যাপক অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সর্বোচ্চ খাদ্য উৎপাদনসহ সার্বিক পরিকল্পনা গ্রহণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকটের সময় প্রয়োজন হলে যাতে দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশকেও সহায়তা করা যায়, তার জন্য কোনো জমি বা জলাশয় যাতে অনাবাদী না থাকে তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মহামারী প্রতিরোধে গত মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিতে গিয়ে এই নির্দেশনা দেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর এ বক্তব্য বিশেষভাবে প্রণিধানযোগ্য। সরকার প্রধান বলেছেন, এখন যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরপরে কিন্তু আরেকটা ধাক্কা আমাদের আসবে। সেটা হচ্ছে, সারা বিশ্ব কিন্তু স্থবির হয়ে আছে। অর্থনৈতিক কর্মকা- স্থবির হয়ে গেছে। সে ক্ষেত্রে বিরাট আকারে বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। সেই মন্দা মোকাবেলার চিন্তাভাবনা এখন থেকেই আমাদের করতে হবে, পরিকল্পনা নিতে হবে। আমরা ইতিহাসের অভিজ্ঞতা থেকে বলতে পারি, মহামারীর পর খাদ্য ঘাটতিই মানুষকে সবচেয়ে বেশি ভুগিয়েছে, তারপর অন্য মৌলিক চাহিদাগুলো। জীবন যাপনের প্রধান অনুষঙ্গ খাদ্যে তাই সর্বাধিক গুরুত্ব দিতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা সন্দেহাতীতভাবে দুরদর্শী ও সুদূরপ্রসারী।
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকলেও খাদ্য উৎপাদন অব্যাহত রাখার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কারো এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে, কোনো জলাশয় যেন পড়ে না থাকে। এটা অব্যাহত রাখতে পারলে দেশের চাহিদা তো আমরা মেটাতে পারবই, অন্য দেশকেও প্রয়োজন হলে আমরা সাহায্য করতে পারব। এবিষয়ে সংশ্লিষ্টদের এখন থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, যার যেখানে এতোটুকু জমি আছে- ঘরের কোনে হলেও.. যা পারেন, যেটা পারেন; একটা কিছু ফসল ফলান; তরিতরকারি করেন, ফলমূল করেন বা হাঁস-মুরগি বা খামার করেন। অর্থাৎ আমাদের খাদ্য নিরাপত্তার জন্য যা যা উৎপাদন দরকার আমাদের এখন থেকে উদ্যোগ নিতে হবে। এসময় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাপক্ষ থেকে ভিডিও কনফারেন্সে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ফসল ফলানোর জন্য যা যা উপকরণ দরকার হয়, অনুরোধ করব, সেই উপকরণগুলো যাতে সরবরাহ হয়। সেটা যেন যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায়। সেই উদ্যোগটা নিলে আমি মনে করি, আমরা বিশ্বমন্দা কাটিয়ে উঠতে পারব- এটা আমাদের খুব একটা ক্ষতি করতে পারবে না। এসময় কৃষিমন্ত্রী জানান করোনাভাইরাসের পরিস্থিতির কারণে খাদ্য উৎপাদনও ব্যাহত হবে না এবং ঘাটতিও হবে না। আমরা আশা রাখতে চাই যে বাংলাদেশ করোনা পরবর্তী নেতিবাচক পরিস্থিতিতে ভেঙে পড়বে না। অন্তত খাদ্য ঘাটতির ফলে দেশে দুর্ভিক্ষের কোনও আশঙ্কা দেখা দেবে না। সরকার প্রধানের পরামর্শ অনুযায়ী সেই পরিস্থিতির অবতারণা রোধে এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি থাকবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হবে। আমার বিশ্বাস রাখতে চাই, করোনাকে কেন্দ্র করে খাদ্য নিয়ে আগামীতে কোনো সমস্যা বাংলাদেশে হবে না। এখন থেকেই খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিযে সে হিসেবে প্রস্তুতি নিয়ে আমরা এটা মোকাবেলা করতে পারব।