বাগেরহাটের মোল্লাহাটে করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় ঘরে থাকা অসহায় পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেয়া কার্যক্রম অব্যাহত আছে। বাগেরহাট-১ আসনের সাংসদ জননেতা শেখ হেলাল উদ্দীনের নিজস্ব অনুদানে দেড় হাজার এবং সরকারের পক্ষ থেকে আরও সাতশত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করছে প্রশাসন, জনপ্রতিনিধি ও দলিয় নেত-কর্মীরা। এরই ধারাবাহিকতায় শিশু কিশোর কিশোরী কার্যালয়ের মাধ্যমে তথ্য পেয়ে গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন খাদ্যসমগ্রী পৌছে দেয় দেরবোয়ালিয়া এলাকায় অপরের আশ্রয়ে থাকা অসহায় একটি পরিবারের কাছে। এ খ্যাদ্যসামগ্রী পেয়ে ভীষণ খুশি চার সদস্যের ওই পরিবারটি। উপজেলা প্রশাসনের পক্ষে খ্যাদ্য সামগ্রী পৌছে দেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব মোল্লাহাটের সাদারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদি এস,এম, মিজানুর রহমান ও শিশু কিশোর কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার।