কিশোরগঞ্জের নিকলীতে ‘আমরা বঞ্চিত মানুষের কথা বলি” সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৩১মার্চ) রাত ৮টায় ইউনিয়নের ২০০টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে ৮কেজি চাল, ৩কেজি আলু, ১কেজি ডাল, ১টি সাবান ৫০গ্রাম কালোজিরা বাড়ি বাড়ি গিয়ে পেকেট করে বিতরণ করেন এই সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ‘জনাব কারার শাহরিয়ার আহাম্মেদ (তুলিপ) এবং এ সময় উপস্থিত ছিলেন, সজল আচার্য্য, কারার দিদারুল হক তোফায়েল, লিটন দেবনাথ, কারার রাকিব, অসিম সাহা, রিপন আচার্য্য, ঝুটন বর্মন, রুপন সাহা, খোকন বর্মন, সানি সূত্রধর তার সংগঠনের বন্ধু মহল।
করোনাভাইরাসের আতঙ্কে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত ও গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের রোজগারে টান পড়ায় বেড়েছে ভোগান্তি। এমন পরিস্থিতিতে সামাজিক সংগঠনটি এগিয়ে এসেছে।
সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ‘জনাব কারার শাহরিয়ার আহাম্মেদ (তুলিপ) সবাইকে মাক্স পরিধান করার জন্য বলেন, সরকারী নির্দেশনা অনুজায়ী সবাইকে নিজ নিজ বাড়িতে ঘড়ের মধ্যে অবস্থান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।