চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরস্থ গুচ্ছ গ্রামে গতকাল বুধবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একে এম রশিদুল হকের পক্ষ থেকে অসহায়,হত দারিদ্র ৪৬টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করেন,এএসপি আনোয়ারা সার্কেল মফিজুর রহমান ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী। এসময় পুলিশ সদস্য ও স্থানীয় কর্মরত সাংবাদিক গন উপস্থিত ছিলেন। সার্কেল মফিজুর রহমান বলেন , করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মতে মানুষ ঘর থেকে বের হতে পারছেন। অফিস আদালত বন্ধ রাখা হয়েছে। বিধায় হত দারিদ্র ও খেটে খাওয়া মানুষ যাতে খাদ্য দ্রব্য নিয়ে কষ্ট না পায় তৎজন্য এসব ত্রান বিতরণ করা হচ্ছে।