কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের হুমাইপুর বাজারে ফাতেমাতুজ জহুরা মহিলা মাদ্রাসা, মোঃ আবু নাছের খান, খালেদ স্টোর, হোসেন খান ফার্মেসীসহ কয়েকটি দোকান পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। গতকাল বুধবার সরেজমিন গেলে বাজারের প্রত্যক্ষদর্শিরা জানান, মোঃ আবু নাছের খানের খালেদ খান স্টোর মুদির দোকানের সামনে জানালার পাশে গত সোমবার রাত ৭.০০ টার দিকে বৈদ্যুতিক মিটারের সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খালেদ স্টোরের মালিক আবু নাছের খানের মুদির দোকান পুড়ে দামী সিগারেট, সোয়াবিনের ড্রাম, কেরোসিনের ড্রাম, ৫০টি চালের বস্তা, ময়দা ও আঠা ত্রিশ বস্তা, অন্যান্য জিনিসের ক্ষতিসহ প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা, ফাতেমাতুজ জহুরা মহিলা মাদ্রাসাটি সম্পূর্ণ পুড়ে গিয়ে ১২ থেকে ১৩ লক্ষ টাকার ক্ষতি ও হোসেন খান ফার্মেসী ঔষুধে এআই, বড় ক্যান, ছোট ক্যান, পশুপ্রাণীর ঔষধসহ হিউম্যান ঔষধ এর ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। গত সোমবার সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত বাজারের পার্শ্ববর্তী এলাকার কয়েকশত জনতা আগুন নেভাতে সক্ষম হয়। এছাড়া বাজিতপুর ফায়ার সার্ভিসের চৌকষ কর্মীরা দমকল নিয়ে নদী পার হওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু বিশাল ঘোড়াউত্রা নদী থাকার কারণে আগুন নেভাতে সহায়তা করতে পারেননি। এ খবর পাওয়ার পর বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।