সিরাজদিখানে বিনামূল্যে ভ্রাম্যমান চিকিৎসা, ঔষধ বিতরণ ও জীবানুনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে এ কার্যক্রম গতকাল বুধবার থেকে শুরু করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিমের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সহযোগিতায় এ কার্যক্রম চলমান থাকবে। গতকাল থেকে ্ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঠান্ডা জনিত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্্েরর একজন চিকিৎসক ও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকিরে স্বাস্থ্য কর্মী দ্বারা চিকিৎসা ও স্থানীয় চেয়ারম্যানের পক্ষ থেকে ঔষধ দেওয়া হয়।
বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার পূর্ব কাকালদী গ্রামে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ডা. আবু তাহের, মধ্যপাড়া কমিউনিটি ক্লিনিক এর উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।