মুন্সিগঞ্জের শ্রীনগরে পাঁচশত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড মডার্ন হাসপাতাল লিমিটেড। করোনা ভাইরাস দুর্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালন মো. দেলোয়ার হোসেন।
বুধবার বেলা ১২ টায় শ্রীনগর উপজেলার ষোলঘর বাস স্টানের পাসে হাসপাতালে আঙ্গিনায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, সাবান ২ পিছ ও মাস্ক দেওয়া হয় ।
বিতরণ অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালন মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, জেলা যুবলীগ সহ সভাপতি স্বপন রায়, হাসপাতালের পরিচালক রবিন মিয়া,সহ আরো অনেকে।