সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে জন-জীবন স্থবির হয়ে গেছে। সরকারের দেয়া অঘোষিত লকডাউন চলছে। হাতে কাজ নেই, ঘরে খাবার নেই। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন উপজেলার হাজার হাজার নিন্ম আয়ের মানুষ। সরকার এসব কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করেন। কিন্ত কর্মহীন দরিদ্ররা এ সহায়তা পাচ্ছেন না বলেও জানা গেছে। এছাড়াও যে পরিমাণ ত্রাণ বরাদ্দ পাওয়া গেছে সেটিও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, আপদকালীন প্রকল্পের মাধ্যমে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৭০০ শ্রমজীবি মানুষের বিপরীতে ৩৭ মেট্রিক টন জিআরের চাল ও ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। তবে কর্মহীন শ্রমজীবি মানুষের তুলনায় বরাদ্দ অপ্রতুল।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় গত ২৬ মার্চ থেকে এ উপজেলার সকল প্রকার হাট-বাজার দোকানপাট সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সহ সর্বসাধারণকে অযথা বাহিরে ঘোরাঘুরি না করার নির্দেশনা দেয়া হয়। ফলে করোনা সংক্রমন রোধে সরকারের অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েন ভিক্ষুক, ভবঘুরে, রিক্সাচালক, ভ্যানচালক, গাড়িচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, কুলি, দিনমজুরসহ বিভিন্ন নিন্ম আয়ের মানুষজন।
এ উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৫ লাখের বেশি মানুষের বসবাস। দিন এনে দিন খাওয়া লোকের হিসেব নেই। দেশের এই ক্রান্তি লগ্নে করোনা ভাইরাস রোধ ও চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের দেয়া নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়েন এসব মানুষজন। প্রায় ১ সপ্তাহ ধরে নিন্ম আয়ের মানুষজন কর্মহীন থাকায় গচ্ছিত অর্থ খরচ করে চরম হতাশায় ভুগছেন। কিন্তু এখনও বেশিরভাগ ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়নি। সরেজমিনে, বুধবার উপজেলার কয়েকটি এলাকা ঘুরে এমন তথ্য জানা গেছে।
হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, ২০০ লোকের বিপরীতে ইউনিয়ন প্রতি ২ মেঃটন চাল বরাদ্দ পেয়েছি। এ ইউনিয়নে দিন এনে দিন খাওয়া লোকের সংখ্যা অনেক। তবুও অনেক যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীর তালিকা তৈরি করে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয়ার চেষ্টা করছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউ দ্দৌলা কালের কণ্ঠকে জানান, এখন পর্যন্ত আমরা ৩৭ মেঃটন চাল ও ১ লাখ ৮০ টাকার বরাদ্দ পেয়েছি। বরাদ্দ পাওয়ার পর পরই সংশ্লিষ্ট চেয়ারম্যানদের মাঝে তা রিতরণ করা হয়েছে। পরবর্তী বরাদ্দ পেলে বাদ পড়া কর্মহীনদের ত্রাণের আওতায় আনা হবে।