করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারি সিদ্ধান্তে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মাঠে পৌর এলাকার নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে উপজেলা প্রশাসন।
প্রতি পরিবারে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, হোসেনপুর পৌরসভার মেয়র মো. আবদুল কাইয়ুম খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলমপ্রমুখসহ অন্যান্যরা।