রাজশাহীর তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও কামারগাঁ খাদ্যগুদামের ওসিএলএসডি সহ চারজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সরকারি গুদাম থেকে ১৮ লাখ টাকা মূল্যের ৬০ মেট্রিকটন ধান গায়েব করে আত্মসাতের অভিযোগ করা হয়েছে। খোঁদ জেলা খাদ্যনিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) নাজমুল হক ভূঁইয়া নিজেই বাদী তার দফতরের চরজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় তানোর থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন। এমন অভিযোগ আমলে নিয়ে থানা পুলিশ জিডি করে তদন্তের জন্য দূর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী উপ-পরিচালক বরাবর পাঠিয়ে দেন।
অভিযোগে আসামি দেখানো হয় কামারগাঁ খাদ্যগুদামের ওসিএলএসডি শ্রী নয়ন কুমার, নিরাপত্তা প্রহরী কেরবান আলী, সহকারী উপখাদ্য পরিদর্শক আজিজুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবির।
অভিযোগ সূত্রে জানা গেছে, কামারগাঁ সরকারি খাদ্যগুদামের ওসিএলএসডি নয়ন কুমার গুদাম থেকে ৬০ মেট্রিকটন ধান গোপনে বিক্রি করে দেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ হয়। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে খাদ্য বিভাগের দুই কর্মকর্তা তদন্ত করে প্রতবেদন দেন। ওই প্রতিবেদনের আলোকে জেলা প্রশাসকের নির্দেশে তানোর ইউএনও চলতি মাসের ২৭ মার্চ কামারগাঁ খাদ্যগুদাম সিলগালা করে দেন।
এব্যাপারে কামারগাঁ খাদ্যগুদামের ওসিএলএসডি শ্রী নয়ন কুমার বলেছেন, বেশ কয়েকদিন আগে উপজেলা খাদ্য কর্মকর্তার মৌখিক নির্দেশে শাহ্ রিয়ার চালকলের প্রোপাইটার জুয়েল রানাকে ৩০ মেট্রিকটন ও মৃদুল চালকলের প্রোপাইটার সুফি কামাল মিন্টুকে ৩০ মেট্রিকটন ধান বস্তাসহ গুদাম থেকে দেয়া বের করে দেয়া হয়েছে। তবে, এই বরাদ্দপত্র অনুমোদন করা হয়নি। কিন্তু বিষয়টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সবই জানেন।
তবে, এসংক্রান্ত অভিযোগ ব্যাপারে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেছেন অভিযোগটি আমলে নিয়ে থানায় জিডি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী দুদকের উপ-পরিচালক বরাবর পাঠানো হয়েছে। তবে, এনিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবিরের মোবাইল ফোনে একাধিবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।
এবিষয়ে জেলা খাদ্যনিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) নাজমুল হক ভূঁইয়া বলেছেন গেল ৩০ মার্চ সোমবার সন্ধ্যায় তিনি নিজে বাদী হয়ে তার দফতরের ৪ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করা। অভিযোগে গুদাম থেকে ১৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ধান ও ২ লাখ ৬৭ হাজার টাকার খালি বস্তা গায়েব করে আত্মসাৎ করা হয়েছে বলে উল্লেখ করা আছে বলে জানান তিনি।