জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়নের পশ্চিম জামিরা গ্রামে গত ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে সোনিয়া (১৪) নামে এক কিশোরী অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোনিয়া পশ্চিম জামিরা গ্রামের রিকশা চালক সোলায়মান হোসেনের মেয়ে।
এলাকাবাসী জানায়, সোনিয়া স্থানীয় একটি প্রাইমারী স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছিল। বাবার অভাবি সংসারে পড়ালেখা বাদ দিয়ে নিজবাড়ীতে দাদীর সাথে বসবাস করে আসছিল। সোনিয়ার বাবা মা ঢাকায় থেকে রিকশা চালিয়ে সংসার চালাচ্ছিলেন।
অতিসম্প্রতি সোনিয়াকে বিয়ে দেয়ার চেষ্টা করছিল তার পরিবার। কিন্তু সে ওই বিয়েতে রাজি না হওয়ায় অভিমানে নিজ ঘরে ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এব্যাপারে জামালপুর নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ সজিব রহমান বলেন,পুলিশ ঘটনাস্থলে গেছেন। লাশ ময়না তদন্তের পর বুঝা যাবে সোনিয়ার প্রকৃত মৃত্যুর কারণ। তবে এখনো কোন মামলা হয়নি, ইউডি মামলার প্রস্তুতি চলছে বলে জানান।