কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ’ এর উদ্যোগে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সংগঠনের সভাপতি ফিরোজ হোসেনের নেতৃত্বে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে এই স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শেখ জাহিদুজ্জামান মাহিম, নাহিদ হাসান, আসাদুজ্জামান, নাজিব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুমন, শেখ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, মেহেদী হাসান ফারুক, অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন, দপ্তর সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য শেখ ওমর ফারুক, শেখ মোমিন প্রমুখ।