কালিগঞ্জে নারী উন্নয়ন সংগঠন ‘বিন্দু’র উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে কোরেন্টাইনে থাকা ৫০ টি পরিবারকে জরুরি খাদ্য সরবারহ করা হয়েছে। করোনা (কোভিন-১৯) যখন সারা পৃথিবীতে ভয়ঙ্কর থাবা ফেলেছে তখন বাদ যায়নি বাংলাদেশ। প্রতিদিন বাড়ছে নতুন রোগী, সাথে সাথে কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। এখন প্রয়োজন সতর্কতা আর সচেতনতা। সারা পৃথিবীতেই মানুষ এই মরণের মিছিল থামানোর জন্য একযোগে কাজ করছে। বাংলাদেশে করোণার প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে বিন্দু সংগঠন নানা কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যুর পরে সংগঠনটির কর্মচারীদের অনিদ্দিষ্টকালের জন্য বেতনসহ ছুটি ঘোষণা করে। তাদের জরুরি সাড়া প্রদান দলটি কার্যক্রম সর্বক্ষণিক চালু করে। ইতঃপূর্বে সংগঠনটি এক হাজার লিটার হ্যান্ড স্যানিটাইজার, পাঁচ হাজার লিটার জীবানুনাশক এবং প্রচুর সংখ্যক মাস্ক বিতরণ করেছে। ‘ঘরে থাকুন নিরাপদে থাকুন’ এই শ্লোগান নিয়ে মাইকিং এবং মসজিদ ও বাড়ি বাড়িতে যেয়ে লিফলেট বিতরণ করে। সংগঠনটি তাদের এক মাসের বেতন এর পঞ্চাশ শতাংশ দিয়ে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলামের সহযোগিতায় কালিগঞ্জে পঞ্চাশটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ টি সাবান দিয়ে প্যকেজ বিতরণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক জান্নাতুল মাওয়া, সম্পাদক কানিজ শাইমা, উপদেষ্টা জাফরুল্লাহ ইব্রাহিম, জরুরি সাড়া দান দলের শাহিনুর ইসলাম, সাইফুল্লাহ, আল-জাবের, তসিন, আয়েশাসহ আরো অনেকে।
বিন্দু একটি নারীবাদী সংগঠন, যারা নারীর মানবাধিকার রক্ষা, লিঙ্গ সমতা, টেকসই উন্নয়ন, শিক্ষা ও পরিবেশ উন্নয়ন নিয়ে কাজ করে। ইতঃপূর্বে সংগঠনটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মাণ, খাবার বিতরণসহ নানা জরুরি সেবা প্রদান করে আসছে এবং আগামীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় যে কোন পরিস্থিতিতে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন সংগঠনটির কর্মকর্তাবৃন্দ। কোরেন্টাইনে থাকা মানুষের সহায়তা করার জন্য সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন সংগঠনটির পরিচালক।