রাজশাহীর তানোরে মানসিক রোগে ভোগা ২ যুবকের ১জন গলাই ফাঁস ও ১জন বিষপানে আত্মহত্যা করেছেন। এরা হলেন, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগা তানোর উপজেলার চকরতিরামপুর গ্রামের এবারত সরদারের পুত্র এমদাদুল ইসলাম (২২) (আজ) মঙ্গলবার সকালে বাড়ির পার্শের একটি গাছের সাথে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেন। অপরজন হলেন তানোর উপজেলার মাড়িয়া জোকারপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র সাফিউল ইসলাম (২০) গত সোমবার সন্ধ্যায় বাড়ির পার্শে বিষ পান করে পড়েছিলো। এ সময় খবর পেয়ে পরিবারের লোকজন তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় তানোর থানায় পৃথক ২টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহদের লাশ উদ্ধার করে (আজ) মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।