করোনা ভাইরাস প্রতিরোথে নিজ গ্রামসহ পাশ্ববর্তী গ্রাম গুলোতে জীবানুনাশক ওষুধ স্প্রে করে চলেছে উদ্যমী যুব সমাজ।প্রতিদিন সকাল থেকে গ্রামের বিভিন্ন স্থানে এই কার্যক্রম করতে দেখা যায়। করোনার প্রাদুভার্ব না কমা পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের কিছু উদ্যমী যুবক। ইয়াসিন আরাফাত,পাভেল,সুজন,ইমরান,আবু সাঈদ,আলিফ,ইনতা ও ইমামুল নিজ নিজ অঙ্গিনাকে পরিস্কার পরিচ্চন্ন রাখার প্রত্যয় নিয়ে তারা প্রথমে মাঠে নামলেও পরবর্তীতে গ্রামের মানুষের সহযোগিতা ও ভালবাসায় তারা বিভিন্ন গ্রামে এই অভিযান অব্যাহত রেখেছে।
নিজের বাড়ি বা গ্রামের মানুষের কাছ থেকে ধার করে নিয়ে আসা ওষুধ ঠেটানো স্প্রে িেদয়ে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয় পুরো গ্রামের প্রদান প্রদান সড়ক থেকে শুরু করে পাড়া গ্রামে অবস্থিত বিভিন্ন মসজিদ ও জনবসতি পূর্ন স্থানে।
উদ্যমী যুবক তৌফিক হাসান তপু বলেন,করোনা থেকে নিজে ও গ্রামবাসীকে বাঁচানোর জন্য সবাই মিলে জীবানুনাশক ওষুধ ছেটানোর উদ্যোগ গ্রহন করেছি সকলের সহযোহিতা পেলে গরীব অভাবীদের খাবার পৌছে দেবার ব্যবস্থা করব।
গ্রাম বাসীসহ বিভিন্ন সচেতন মহলের মানুষেরা তরুন যুবসমাজের এই উদ্যোগকে স্বাগত জানিঢেয়ছে।