বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো, মাস্ক ও সাবান বিতরণ করা হচ্ছে। গত দুইদিন যাবত উপজেলা সদর ও তরগাঁওস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে মোটরসাইকেল, রিক্সা, অটোরিকশা চালক, যাত্রী সাধারণ ও পথচারীদের মাঝে জীবাণুনাশক স্প্রে ছিটানো এবং মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের নির্দেশে এবং কাপাসিয়া উপজেলা বিএনপির অভিভাবক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের পরামর্শে উপজেলা ব্যাপী এ কার্যক্রম অব্যাহত আছে।
উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন শিশির ও জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে ছাত্রদলের দু’টি টিম সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী কাপাসিয়া-টোক সড়কের ফকির মজনু শাহ্ সেতু ও মেডিকেল মোড় এলাকায় করোনাভাইরাস মোকাবেলায় দরিদ্র, পথচারী ও সাধারণ পরিবহন চালক, যাত্রীদের মাঝে সতর্কতামূলক সামগ্রী, মাস্ক, সাবান বিতরণ করেন এবং যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। বিএনপি ও ছাত্রদলের এ ধরনের কর্মসূচি উপজেলা ব্যাপী অব্যাহত আছে বলে দলীয় সূত্র জানান।