দেশব্যাপী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইনে থাকা দিন আনে দিন খায়- এ ধরনের নিন্মআয়ের সাধারণ মানুষের জন্য কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ব্যাপক সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছেন। এ লক্ষ্যে ৩০ মার্চ, সোমবার সকালে উপজেলার সাফাইশ্রীস্থ মরাখোলায় দিনমজুরদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে ম্যান টু ম্যান সেবা কার্যক্রম উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন আহমেদ সেলিম, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসীমউদ্দিন শিকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মঈনুল হক মিলন, কার্যকরী সদস্য মাজহারুল হক লেলিন, কাপাসিয়া ইউপি সদস্য মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী কামরুন্নাহার রিনা, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সোহাগ, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম প্রধান, আবুল বাশার আফ্রিদী, মবিন খান প্রমূখ। দলের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল বিতরণ করা হয়। পরে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্ উপস্থিত সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ বলেন, করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের নিজস্ব অর্থায়ণে সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, স্থানীয় এমপি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি'র সার্বিক পরামর্শ অনুযায়ী গ্রাম ভিত্তিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্বচ্ছল নেতা-কর্মীদের তালিকা তৈরির পাশাপাশি ওই গ্রামের দিন আনে দিন খায়- এমন ব্যক্তিদেরও তালিকা তৈরি করা হবে। তালিকা অনুযায়ী একজন স্বচ্ছল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী একজন দিনমজুর ব্যক্তির পরিবারের খাবারের দায়িত্ব পালন করবেন। এ কাজগুলো দল বেঁধে নয়, একজন একজনকে সহযোগিতা করবেন এবং এসব মনিটরিং এর ব্যবস্থাও থাকবে। মহান আল্লাহতালা আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ।