কথা রাখেননি দাঙ্গাবাজরা। মাত্র কয়েক মাস আগে শান্তি সমাবেশ করেছেন। প্রকাশ্য সভায় দাঙ্গা না করার শপথও করেছেন। তারা জমা দিয়েছেন দেশীয় অস্ত্র। আর এখন করোনা ভাইরাসের প্রভাবে যখন চলছে লকডাউন। ল্যাট্রিনের ময়লা রাস্তায় ফেলার প্রতিবাদ করায় লাঞ্ছিত হয় ইউপি সদস্য মলাই মিয়া। এর জের ধরে লকডাউন ভেঙ্গে দু’দল গ্রামবাসী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। অধিক সংখ্যক লোকের অংশগ্রহণে সংঘর্ষটি একসময় রণক্ষেত্রে পরিণত হয়। মঙ্গলবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশের সাথে যোগ দিতে হয় রিজার্ভ পুলিশকে। নারী পুরূষ ও শিশুসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মলাই মিয়া। সরাইল- অরূয়াইল সড়কের ভূঁইশ্বর বাজার সংলগ্ন পূর্ব পাশে পাকা ভবন নির্মান করেছেন শাহাব উদ্দিন। মলাই মিয়ার বাড়ি গ্রামের উত্তর পাড়ায় ও শাহাব উদ্দিনের বাড়ি পাতার হাটি। শাহাব উদ্দিনরা হচ্ছে সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিনের গোত্রের লোক। শাহাব উদ্দিনের নবনির্মিত ভবনের উত্তর পাশ ঘেষে উত্তর পাড়ার বাসিন্ধাদের ফসলি মাঠে যাওয়ার রাস্তা রয়েছে। ওই বাড়ির ল্যাট্রিনের ময়লা ছেড়ে দেওয়ায় রাস্তায় চলে গেছে। এতে করে চারিদিকে দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে। লোকজনের যাতায়তেও সমস্যা হচ্ছে। গতকাল সকালে ইউপি সদস্য মলাই মিয়া বিষয়টি জানাতে শাহাব উদ্দিনের বাড়িতে যান। বিষয়টি জিজ্ঞাসা করায় ক্ষুদ্ধ হন শাহাব উদ্দিনের ছেলে আসাদ উল্লাহ। আসাদ ইউপি সদস্য মলাইকে মৌখিক ভাবে লাঞ্চিত করেন। এ ঘটনা জানাজানি হলে উত্তর পাড়া ও পাতার হাটির বাসিন্ধাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একসময় উভয় পক্ষের লোকজন লকডাউন ভেঙ্গে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। একসময় উভয় পক্ষে সহস্রাধিক লোকের অংশগ্রহণে সংঘর্ষের ভয়াবহতা বেড়ে রণক্ষেত্রে পরিণত হয়। সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মাসুদ রানার নেতৃত্বে সরাইল থানা ও অরূয়াইল ফাঁড়ির পুলিশকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। জেলা থেকে এক প্লাটুন রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশকে ২৬ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ারসেল ছুঁড়তে হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা ৪ ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক, সরাইল উপজেলা ও জেলা সদর হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ইউপি সদস্য মলাই মিয়া বলেন, গ্রামের কৃষকদের ফসলি মাঠে যাওয়ার রাস্তায় তারা টয়লেটের ময়লা ছেড়ে দিয়েছে। আমি জনপ্রতিনিধি হিসেবে শুধু জিজ্ঞাসা করেছিলাম। আসাদ উত্তেজিত হয়ে আমাকে বলে এটা কি তোর বাপের রাস্তা? অকথ্য ভাষায় গালমন্দও করে। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। আসাদ উল্লাহ ইউপি সদস্যকে ‘এটা কি তোর বাপের রাস্তা?’ এ উক্তি করার কথা স্বীকার করে বলেন, আমি হেরে গালমন্দ করিনি। ময়লা নয় পানি যাচ্ছে। এটা রাস্তা নয়, সরকারি খাল। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরূল হক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অবস্থান করছেন।