মুন্সীগঞ্জ সদর উপজেলায় হতদরিদ্র আরো ৩ শত পরিবারের মধ্যে সরকারী ভাবে ত্রান বিতরণ করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ১শত ৮৩ জনের মধ্যে ত্রান বিতরণ করা হলো। ত্রানের প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মশুরি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১টি সাবান।সরকারী মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলায় নগদ ৭ লাখ টাকা ও ১ শত মেট্রিক টন চাল বরাদ্ব দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন বেসরকারী সংস্থা ও ব্যক্তি ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।