মুন্সীগঞ্জ জেলায় গত এক মাসে প্রায় দশ হাজার প্রবাসী এসেছেন। গত ২৪ গন্টায় আরো ৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। এ নিয়ে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৫ জন। এর মধ্যে সদরে ২০ জন, গজারিয়ায় ৮ জন, টংগিবাড়িতে ৫৯ জন, রৌহজেং ১৫ জন, শ্রীনগরে ২৪ জন, সিরাজদিখানে ৮৯ জন। এ পর্যন্ত ৪৭৬ জন হোম কোয়ারেন্টাইন সম্পূর্ন করেছেন। এদিকে সিভিল সার্জন জানান গজারিয়া উপজেলায় শিশুমৃত্যু করোনা রোগে হয়নি। দীর্ঘদিন যাবৎ শিশুটি শ্বাস জনীত রোগে ভ’গছিল।স্থানীয় চিকিৎসক চিকিৎসা দিচ্ছিলেন।