কিশোরগঞ্জে দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করলো আলোর মিছিল। ‘আলোর মিছিল’ সংগঠনের আহবায়ক জেলা ছাত্রলীগ নেতা কাজী আবেদীন সুলায়মানের উদ্যোগে হতদরিদ্র ও দুস্থদের মাঝে খাদ্য এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ১৫০ টি পরিবারের দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী চাল,ডাল,আলু,ভোজ্য তেল, সাবান বিতরণ করেন। আলোর মিছিলের আহবায়ক কাজী আবেদিন সুলায়মান জানান, বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে আতঙ্কিত না হযয়ে এটি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। মানবিক দিক বিবেচনায় তিনি তার সামর্থ অনুযায়ী সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন। তিনি সবাইকে বিশেষ প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় সংগঠনের অন্যন্য দায়িত্বশীলগণও উপস্থিত ছিলেন।