কসবা উপজেলার লক ডাইনের ফলে শ্রমজীবী মানুষের টানা ৬দিন কাজ কর্ম বন্ধ থাকায় এসকল মানুষের মধ্যে হতাশা নেমে এসেছে। ফলে সরকারী ও বেসরকারী পর্যায়ে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। সরকার ইতোমধ্যে ১১ টন চাউল দশটি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বরাদ্ধ করেছে।
উপজেল নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান বরাদ্ধকৃত চাউল বিতরণ চলমান রয়েছে। ১০টি ইউনিয়নের প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাউল এবং পৌরসভায় তার সাথে পিয়াজ, রসুন, তেল ও ডালসহ অতিরিক্ত ৫০০টাকার মালামাল দেয়া হচ্ছে।
উপজেলা চেয়ারম্যান জানান তিনি মন্ত্রী মহোদয়ের লক্ষ থেকে ১লাখ ২০ হাজার টাকার পিপিই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনাকর্মীসহ প্রশাসনের লোকদের দেয়া হয়েছে। তবে আরো কিছু পিপিই’র জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।