নেত্রকোনার পূর্বধলায করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম (৩০ মার্চ) সোমবার দিনব্যাপী বিভিন্ন হাট বাজারে ব্যাপক প্রচার অভিযান অভিযান চালান এবং গণবিজ্ঞপ্তি অমান্য করায় দন্ডবিধির ১৮৮ ধারায় ৫ ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেন। জারিযা বাজার এর দুইজন, লাল মিযা বাজার একজন, ফাজিলপুর বাজার দুইজন কে এই জরিমানা প্রদান করেন। এছাডা তিনি করোনা ভাইরাস প্রতিরোধে বাজার গুলেিত সচেতনতামূলক বক্তব্য দেন সেই সাথে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। উপজেলা প্রশাসন সূত্রে আরো জানা যায় তিনি পূর্বধলা সদর বাজার,স্টেশন বাজার, জারিযা বাজার, বোর্ডবাজার, ফাজিলপুর বাজার, লাল মিযা বাজার, চৌরাস্থা বাজার, হিরনপুর বাজার, শ্যামগঞ্জ বাজার, ভবের বাজারেও ব্যাপক প্রচার অভিযান চালান।