রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। সোমবার সকাল ১১টার দিকে হাসপতাল পরিদর্শন করেন তিনি। পরে বিকেলে সাংসদ উপজেলা পরিষদ হলরুমে করোনা ভাইরাস মোকাবেলায় দেশরত্ন শেখ হাসিনার বরাদ্দকৃত জিআর প্রকল্পের চাল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাঝে নমুনা স্বরুপ তুলে দেন। আগামীকাল মঙ্গলবার চেয়ারম্যানরা নিজ উদ্যোগে এসব চাল নিজ নিজ এলাকায় বিতরণ করবেন।
পৃথক অনুষ্ঠানে করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নাগরিক সেবা নিশ্চিত করতে ও রোগীদের ওয়ার্ড সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশ প্রদান করে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ ফারুক চৌধুরী। পরে করোনা ভাইরাস সচেতনায় জীবনাশক ওষুধ তানোর বাজারের বিভিন্ন স্থানে স্প্রে করেন তিনি।
এসময় দূরত্ব বজায় রেখে সভায় উপস্থিত বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. রোজী আরা, তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম ও তানোর পৌর যুবলীগ সভাপতি রাজীব সরকার হিরো প্রমুখ।