কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী ও খেটে খাওয়া মানুষেদের মধ্যে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সুরক্ষা সামগ্রী বিতরণ করে হোসেনপুর থানা পুলিশ।
এছাড়াও থানা পুলিশের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রাখা বৃত্ত কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-হোসেনপুর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী, হোসেনপুর পৌর সভার মেয়র মো. আবদুল কাইয়ুম খোকন, থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এসআই মনির হোসেনসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
হোসেনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা বৃত্ত কার্যক্রম ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।