জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পার্থশীর ঢেংগারগড় গ্রামে ঢাকা থেকে আসা নারীর নমুনা রির্পোটে নিগেটিভ (করোনা ভাইরাস মুক্ত) রির্পোট দিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গত ৩০মার্চ সোমবার বিকালে ঢাকা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পক্ষ থেকে নমুনা পরীক্ষা রির্পোটে নিগেটিভ (করোনা ভাইরাস মুক্ত) উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মো. আবু তাহের।
অপর দিকে করোনা ভাইরাস মুক্ত রির্পোটের প্রেক্ষিতে আশপাশের ১০টি বাড়ি লকডাউন প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর রহমান।
উল্লেখ যে,জেলার ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামে ঢাকা থেকে এক নারী জ্বর-কাঁশি নিয়ে বাবার বাড়ি আশ্রয় নেয়। গত ২৯মার্চ রোববার সন্ধ্যা রাতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর ল্যাবে পাঠায়। এ ঘটনায় স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ির আশপাশের আরো ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়।