চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৈ মাছ গলায় আটকে তৌফিক মো: ওসমানী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার উপজেলার বরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ কেশুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায় তৌফিক মো: ওসমানী বাড়ির পুকুরে একটি কৈ মাছ মুখে রেখে অন্য মাছ ধরতে গিয়ে অসাবধনতা বশত কৈ মাছটি তার গলায় আটকে যায়। বাড়ির লোকজন গুরুত্বর অবস্থায় স্থানীয় আমরা ক্লিনিকে নেওয়ার পথে সে মারা যায়। তার এহেন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।