তানোরে করোনা প্রতিরোধে ঘরে থাকা দরিদ্র জনগোষ্ঠীর বাড়ি বাড়ি চাল, ডাল, লবন ও তেল পৌছে দেয়া শুরু করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। গত রোববার সন্ধ্যা থেকে তিনি বাড়ি বাড়ি এসব খাবার পৌর দেয়া শুরু করছেন। তানোর পৌর এলাকার চাপড়া, গোকুর, গোল্লাপাড়া, কুঠিপাড়া, কাশেম বাজার, কালীগঞ্জ ও চান্দুড়িয়া এলাকার ৩০জন অতিদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তিনি ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১কেজি লবন ও ১ লিটার তেল দিয়েছেন। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ছিন্নমুর ও একেবারেই দরিদ্র ওই পরিবারগুলো দেয়া হয়েছে, এটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।