বাগেরহাটের চিতলমারীতে করোনাভাইরাস অতঙ্কে গৃহবন্দি দুঃস্থ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীবিতরন শুরু করেছেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন(এমপি)।
সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরনের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ।
প্রথম দিনে ৪শত গৃহবন্দি মানুষের মাঝে ১০ কেজি চাল, এককেজি ডাল, তেল, এককেজি লবন ও দুই কেজি আলু ও হাত ধোয়ার জন্য একটি করে সাবান দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যাক্তি গত সহকারী ফিরোজুল ইসলাম, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়াম্যান শেখ নিজাম উদ্দীন ।