করোনা প্রতিরোধে সরকারের ঘোষনার পর প্রশাসন প্রতিটি মানুষকে ঘরের ভিতর থাকার পরামর্শ দেয়ায় কুড়িগ্রামের রাজারহাটে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। গত ৫দিনে অসহায় মানুষ ঘরের ভিতর অবস্থায় করায় চরম বিপাকে পড়ে। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন এ উপজেলার বৃত্তবানদের সহযোগীতা কামনা করে ৩শ’১০জন ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ৩০মার্চ সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে ৫জন অসহায় কর্মহীন পত্রিকার প্রতিজন হকারকে ১০কেজি চাল, ২ কেজি ডাল, ৫কেজি আলু, আধা কেজি লবন ও ১টি সাবান সহায়তা প্রদান করে এ কার্যক্রম শুরু হরেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোছাঃ আকলিমা বেগম, রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, প্রেসক্লাব রাজারহাটে সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক।