পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি চলছে ত্রাণ সহায়তা। এ উপলক্ষে আটোয়ারী আদর্শ মহিলা কলেজ মাঠে সোমবার দুপুরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আ.লীগের সাধারন সম্পাদক মো: তৌহিদুল ইসলাম। এ সময় উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক মো: সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক, দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো: আনোয়ার হোসেন সহ ওই প্রতিষ্ঠানের প্রভাষক নারায়ন চন্দ্র বর্মন এবং ছাত্রনেতা ওমর ফারুক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আ.লীগ প্রায় দুই শতাধিক শ্রমজীবি মানুষের হাতে চাল, ডাল, আলু, তেল ও সাবান সম্বলিত প্যাকেট বিতরণ করেন।এদিকে করোনা প্রতিরোধে আটোয়ারী উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যদের মাঝে প্রায় প্রতি দিনই ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির সোমবার ১৮ জন হোম কোয়ারেন্টাইনে থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার থেকে জীবানু নাশক স্প্রে ছেঁটানো শুরু হয়েছে এবং ব্যক্তিগত উদ্যোগে আটোয়ারীর বিভিন্ন এলাকায় এমন কার্যক্রম দেখা যাচ্ছে।