পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কর্মরত সংবাদকর্মীরা ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। নেই কোন তাদের সুরক্ষা পোষাক। করোনা ভাইরাস সংক্রমনে, ব্যক্তি থেকে ব্যক্তি এবং এক গোষ্ঠিতে ছড়িয়ে পড়ার সম্ভবনা থাকে। সরকার করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে জনগনে ঘর থেকে বাহির হতে নিষেধ করেছেন। তবুও থেমে নেই ইন্দুরকানী সংবাদকর্মীরা। তারা কর্তব্য পালন করতে গিয়ে অসংখ্য মানুষের মুখোমুখি হতে হয় সংবাদকর্মীদের। স্বার্থে প্রয়োজনীয় সরঞ্জাম সরবারহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা সরকারে প্রতিনিধিরা কেউ তাদের খোঁজ নিচ্ছে না। বাধ্য হয়ে কর্মরত ইন্দুরকানীর সংবাদকর্মীরা বিনা সুরক্ষায় সংবাদের খোজে মাঠেখাটে, শহর-বন্দরে Ñগ্রামে সংবাদ সংগ্রহের জন্য চষে বেড়াচ্ছেন। করোনা ভাইরাস মোকাবিলায় দায়িত্ব পালনকারী সংবাদিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় উপকরণ দিতে কিন্তু আজও সরবারহ করা হয়নি পিপিই।
ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আহাদুল ইসলাম শিমুল বলেন, ইন্দুরকানী প্রায় টিভি চ্যালেনসহ প্রিন্ট মিডিয়ার ৩০জন সংবাদকর্মী আছেন। তারা কোরানা ভাইরাস পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুকি নিয়ে সাহসিকতায় সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের প্রতিষ্ঠানগুলো সংবাদকর্মীদের সুরক্ষার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছে না। যা অত্যন্ত দুঃখজনক ।
ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু বলেন,ইন্দুরকানী সংবাদকর্মীরা সবসময় অবহেলার শিকার। সারাদেশে চলছে অঘোষিত লকডাউন তবুও থেমে নেই ইন্দুরকানী সংবাদকর্মীরা।